কুষ্টিয়া জেলায় শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত। টুর্নামেন্টে ভলিবলে কুষ্টিয়া সদরকে ২-১ সেটে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ খোকসা তরুণী দল। সোমবার বিকেলে কুষ্টিয়া মোহিনী মোহন বিদ্যাপীঠ মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলম্পিক অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় ডেলিগেট মাসুদুর রহমান মল্লিক দিপু, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান, স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক অনুপ কুমার নন্দী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মকবুল হোসেন লাভলু।
শেখ কামাল যুব গেমসে তুরুনী ভলিবলে খোকসা উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ট্রফি গ্রহণ করেন খোকসা উপজেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, ভলিবল টিমের খেলোয়াড় ও কর্মকর্তাগন।
প্রিন্ট