নড়াইলের জাসদ নেতা দিলীপ কুমার ভট্টাচার্য মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৬৫ বৎসর। তিনি কয়েক বছর ধরে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন,বুধবার রাত সাড়ে ৭টায় লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান ও অসংখ্য ভক্তঅনুরাগী রেখে গেছেন।
লোহাগড়া উপজেলা জাসদের সাবেক সাধারন সম্পাদক দিলীপ কুমার ভট্টাচার্যের মৃত্যুতে শোক জানিয়েছেন জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারী) সকালে মল্লিকপুর শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। জেলা জাসদের সভাপতি এড.সালাম খান, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ জাসদের সভাপতি এড.হেমায়েত উল্লাহ হিরু, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম পান্তু সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা শোক জানিয়েছেন।