নড়াইলে দুই মাদক কারবারীকে যাবতজীবন সশ্রম কারাদন্ড ও একলক্ষ টাকা করে জরিমানা ধার্য করেছেন আদালত।বুধবার (১০ফেব্রুয়ারী) বিজ্ঞ জেলা ও দায়রা জজ মুন্সী মো.মশিয়ার রহমান এ রায় দেন। রায়ে জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।
২০১৩ সালে আসামী রফিকুল ইসলাম(৩২) ও মো.আবু সাঈদ সরদার(২০) কে সদরের মীর্জাপুর-খড়রিয়া নামক স্থানে ১’শ বোতল ফেনসিডিল সহ হাতে নাতে গ্রেফতার করে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল শেষে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন।
নড়াইল সদর থানার ওসি মো.ইলিয়াস হোসেন (পিপিএম) বলেন, সদর থানা কর্তৃক আসামীদের বিরুদ্ধে সঠিক অভিযোগপত্র প্রদান করায় আদালতে স্বাক্ষ্যপ্রমান ঠিক থাকায় বিজ্ঞ আদাল এই রায় প্রদান করেছেন।
প্রিন্ট