কারগিরী শক্ষিা র্বোডরে পশেন্টে কয়োর টকেনোলজি র্কোসরে স্টুডন্টেদরে বাংলাদশে র্নাসংি কাউন্সলি থকেে র্নাসংি লাইসন্সে প্রদানরে সদ্ধিান্ত বাতলিসহ বভিন্নি দাবতিে পাবনায় মানববন্ধন অনুষ্ঠতি হয়ছে।
বাংলাদশে ডপ্লিোমা স্টুডন্টে র্নাসসে ইউনয়িন পাবনা জলো শাখার উদ্যোগে বুধবার সকালে পাবনা প্রসেক্লাবরে সামনে দড়েঘন্টাব্যাপী মানববন্ধন প্রর্দশন করা হয়।
এ সময় বক্তব্য দনে তরকিুল ইসলাম, আম্বয়িারা খাতুন, বল্লিাল হোসনে, রাকবিুল ইসলাম, সোহলে হাসান, আসফার হোসনে প্রমূখ।
বক্তারা অবলিম্বে তাদরে ন্যায় সঙ্গত দাবি মনেে নবোর আহবান জানান। অন্যথায় দাবি আদায়রে কঠোর আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যাক্ত করনে আন্দোলনকারীরা।
প্রিন্ট