মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে গ্রন্থমেলা ২০২১ উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভার অয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মারুফা সুলতানা খাঁন হীরামনি, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম, উপজেলা সাবরেজিস্টার অফিসার হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু, সালথা প্রেসক্লাব সভাপতি সেলিম মোল্যাসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
প্রিন্ট