ফরিদপুরে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর প্রথম পর্বের আন্তঃউপজেলা কারাতে, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্স (তরুণ তরুণী) ক্রীড়া প্রতিযোগিতা আজ বুধবার সকালে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান তালুকদার পিএএ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান চুন্নু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ। এ সময় ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা এ প্রতিযোগিতার সাফল্য কামনা করেন এবং এই প্রতিযোগিতা থেকে অনেক ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিযোগিতায় ফরিদপুর জেলা দল সহ নয়টি উপজেলার কারাতে, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করছে।
আগামী ১০ ই জানুয়ারি প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
দিনের প্রথম ইভেন্ট কারাতে প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়কে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সংবাদ লেখা পর্যন্ত খেলা গুলি চলছিল।
এ প্রতিযোগিতার আয়োজনে রয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং সার্বিক সহযোগিতায় ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা।
প্রিন্ট