ফরিদপুরের সালথা উপজেলার গট্টি উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাকির হোসেন চান মিয়া। তিনি সালথা উপজেলা গট্টি ইউনিয়নের মিরের গট্টি গ্রামের বাসিন্দা। পেশায় একজন ব্যবসায়ী।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয় সংশ্লিষ্ট সকল সদস্যের সম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।
বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী বলেন, গত ২৯ ডিসেম্বর বিদ্যালয়ে পরিচালনা পর্ষদ কমিটির সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪ জন অভিভাবক সদস্য ও একজন সংরক্ষিত মহিলা সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এ ছাড়া নিয়ম অনুযায়ী তিনজন শিক্ষক সদস্য নির্বাচিত হয়।
তিনি আরো বলেন, মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষে আয়োজিত এক সভায় সংশ্লিষ্ট সকল সদস্যদের সম্মতিক্রমে জাকির হোসেন চান মিয়াকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
প্রিন্ট