ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত- ১০

ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগনাথদী গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

কয়েকজন গ্রামবাসী জানান, জগনাথদী গ্রামের দুটি গ্রাম্য দল রয়েছে। এরমধ্যে একটি দলের নেতৃত্ব দেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সজিব চৌধুরী। অপর দলের নেতৃত্ব দেন একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওলিয়ার শেখ। গ্রাম্য দলাদলি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে ওলিয়ারের সমর্থক জাহিদ শেখ সজিব চৌধুরীর দলে যোগ দেন। একপর্যায় ঘটনাটি নিয়ে রবিবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে নয়ন চৌধুরী, সজিব চৌধুরী, রেজাউল চৌধুরী, মুন্নু চৌধুরী, সেলিম চৌধুরী, জাকির মাতুব্বর, মুরাদ চৌধুরী ও শহিদুল শেখসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মুরাদ চৌধুরী, নয়ন চৌধুরী ও রেজাউল চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এলাকার পরিবেশ শান্ত করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

লালপুরে স্কুলে টিফিনের ফাঁকে গাঁজা বিক্রিকালে মাদক ব্যবসায়ী আটক

error: Content is protected !!

সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত- ১০

আপডেট টাইম : ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :

ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ১০ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগনাথদী গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

কয়েকজন গ্রামবাসী জানান, জগনাথদী গ্রামের দুটি গ্রাম্য দল রয়েছে। এরমধ্যে একটি দলের নেতৃত্ব দেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সজিব চৌধুরী। অপর দলের নেতৃত্ব দেন একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ওলিয়ার শেখ। গ্রাম্য দলাদলি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে ওলিয়ারের সমর্থক জাহিদ শেখ সজিব চৌধুরীর দলে যোগ দেন। একপর্যায় ঘটনাটি নিয়ে রবিবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে নয়ন চৌধুরী, সজিব চৌধুরী, রেজাউল চৌধুরী, মুন্নু চৌধুরী, সেলিম চৌধুরী, জাকির মাতুব্বর, মুরাদ চৌধুরী ও শহিদুল শেখসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মুরাদ চৌধুরী, নয়ন চৌধুরী ও রেজাউল চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এলাকার পরিবেশ শান্ত করা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট