দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বছরের প্রথম দিনে নড়াইলে প্রায় পাঁচশত কোমলমতি শিশুদের নিয়ে জাতীয় পতাকা উৎসব করা হয়েছে। রবিবার দুপুরে নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের পক্ষ থেকে এ উসবের আয়োজন করা হয়।
নড়াইল শহর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই বিদ্যালয়ের প্রায় পাঁচশত শিক্ষার্থীদের মাঝে জাতীয় পতাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ফকরুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীরমুক্তিযোদ্ধা এস এ বাকী, খান তবিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাহিদুর রহমান সহ অনেকে।
বক্তারা সদর উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি কোমলমতি শিশুরা এই পতাকা উপহার পেয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।