ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দীন এঁর নিজ বাড়ি অম্বিকাপুরে তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব তাসলিমা আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকাল ৯ টায় এ উপলক্ষে আলোচনা সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, প্রফেসর মোঃ শাহজাহান , অধ্যাপক এম এ সামাদ, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভি জামান প্রমূখ।
|
আলোচনা সভায় উপস্থিত বক্তারা কবির কর্মজীবন ও বাংলা সাহিত্যে তাঁর অবদানের কথা তুলে ধরেন এবং কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
প্রিন্ট