ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যুব ইউনিয়ন ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে ‘কর্মসংস্থানের দাবিতে সংগ্রাম চলছে চলবে’ এ শ্লোগানকে সামনে রেখে সংগঠনের আহবায়ক প্রভাস কুমার মালোর সভাপতিত্বে পৌরসভা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন চত্বরে উপজেলা যুব ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাজেদুল হক রুবেল ও অজিত বিশ্বাস, সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান লাল্টু, ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র মন্ডল,ফরিদপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শীতাংসু ভৌমিক অঙ্কুর প্রমুখ।
|
সম্মেলনে বক্তারা সমাজের শ্রেণি বৈষম্য দূর করে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান।
প্রিন্ট