গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ। আজ বাদ জুম্মা এই কর্মসূচি পালন করে তারা।
এ সময় বঙ্গবন্ধুর আত্মার প্রতি শান্তি জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, সহ-সভাপতি সঞ্জীব দাস, সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিমেল, সাবেক সাধারণ সম্পাদক এসএম তমিজ উদ্দিন তাজ, সাবেক সাধারণ সম্পাদক এম এম জিলানী রুনূ সহ ফরিদপুর প্রেসক্লাবের ক্লাবের নির্বাচিত কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।
প্রিন্ট