ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের পিছনে প্রাইভেকারেরর ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভাঙ্গার আতাদী গ্রামের লাবনী আক্তার (৩৮), তার মেয়ে সুরাইয়া (১৭) ও জয়নাব (৩)। এরা সভাই প্রাইভেট কারের যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে আটটার দিকে ঢাকা থেকে ভাঙ্গা গামী একটি প্রাইভেটকার একই দিক দিয়ে যাওয়া একটি ট্রাকের পেছন দিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী লাবনী আক্তার মারা যায়। মারাত্বক আহত অবস্থায় লাবনী আক্তারের দুই মেয়ে সুরাইয়া ও জয়নাবকে স্থানীয় ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তারা মারা যায়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাইম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের গ্রামের বাড়ী ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। নিহতদের লাশ ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।