ফরিদপুরে দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনের ১৮ তম জন্মদিন পালন করা হয়।
এ উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে আজ মঙ্গলবার সকাল ১০ টায় আলোচনা সভা কেক কাটার মধ্য দিয়ে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি তামিম ইসলাম, প্রথম আলো পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি পান্নাবালা।
এ সময় ফরিদপুরে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । বক্তারা এক সংক্ষিপ্ত বক্তব্যে বৈশাখী টিভি সফলতা কামনা করেন , তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনায় বৈশাখী টেলিভিশন এগিয়ে চলছে। এবং আগামী দিনেও তা অব্যাহত থাকবে।
প্রিন্ট