ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থী-অভিভাবকদের উপস্থিতিতে এ ফল প্রকাশ করা হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. জাহিদুল পল্লবের সভাপতিত্বে ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তার, সহকারী শিক্ষিকা হেলেনা পারভীনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রিন্ট