সারা দেশের সাথে রোববার বোয়ালমারীতেও করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ওই দিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নির্মিত বুথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল প্রথম টিকা নিয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।
এরপর স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের কর্মচারীসহ অন্যরা টিকা নেন। প্রথম দিন সর্বমোট ৫০জন টিকা নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ নুরুল আলম প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, টিকা নেওয়ার জন্য হাসপাতাল চত্বরে তিনটি বুথ নির্মাণ করা হয়েছে। তিনটি বুথে ৩টি টিম কাজ করবে। প্রতি টিমে দুইজন টিকাদান কর্মী এবং চারজন স্বেচ্ছাসেবক রয়েছে। টিকা দানের পাশাপাশি অনলাইনে নিবন্ধনের জন্যও একটি বুথ স্থাপন করা হয়েছে। টিকা নেওয়ার পরে বিশ্রামের জন্য একটি বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, উপজেলাবাসীকে উৎসাহ দেওয়ার জন্য তিনি প্রথমে টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর সবাই সুস্থ আছে। কোন প্রকার গুজবে কান না দিয়ে সকলকে নির্ভয়ে টিকা নেওয়ার আহবান জানান তিনি।
প্রিন্ট