৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক।
এ মেলায় উপজেলার ১২ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রচেষ্টায় বিজ্ঞানের বিভিন্ন বিষয়ক উদ্ভাবন করে তা সকলের সামনে উপস্থাপন করে। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার ভূমি সোনিয়া হোসেন জিসান, থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন, সরকারি এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়াসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান গণ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
প্রিন্ট