কুষ্টিয়ার খোকসায় মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিজয় দিবস কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে উক্ত খেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, কর্মকর্তা উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও আয়োজক কমিটির আহবায়ক নাজমুল হক, উপজেলা সরকারি মাধ্যমিক শিক্ষা বিষয়ক মুস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, আমার বাড়ি আমার খামারের সমন্বয়ক সেলিম আহমেদ, খেলা পরিচালনা কমিটির আহবায়ক ও খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ইসলাম শেখ সাইদুল ইসলাম প্রবীন, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, ঈশ্বরী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রহিম, ওসমানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া শিক্ষক, সাংবাদিক ও ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।
৩ দিনব্যাপী খেলায় আগামী ২০ তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
প্রিন্ট