সারা দেশের ন্যায় ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ রবিবার সকাল ১১টায় নভেল করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ ওমর ফয়সলের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে টিকা দান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল। টিকা দান কর্মসূচীতে প্রথম টিকা গ্রহন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন ও হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসাইনদের করোনা টিকা প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাথে কথা হলে তিনি জানান, উপজেলায় অনলাইন রেজিষ্ট্রেশন ভুক্ত ২০৯ জনের মধ্যে আজ রবিবার ২০ জনকে করোনা টিকা প্রদান করা হয়। এছাড়াও পর্যায়ক্রমে উপজেলার ২ হাজার ৯শত জনকে প্রথম ও দ্বিতীয় ড্রোজ করোনা টিকা প্রদান করা হবে।