“সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” এই শ্লোগান কে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২২ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার সময় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি ও উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর কনফারেন্স রুমে সভা অনিুষ্ঠিত হয়।
প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে এবং পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপনে সফলতা ও স্বার্থকতা অর্জনে করণীয় সম্পর্কে পরামর্শমূলক বক্তব্য রাখেন,প্রধান অতিথি ভেড়ামারা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল আমীন। মাতৃমৃত্যু হ্রাস বর্তমান সরকারের অন্যতম অঙ্গিকারের কথা বলে বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাক্তার আমিরুল ইসলাম মান্নান।
আগামী ১৭ থেকে ২২ ডিসেম্বর ২০২২ সপ্তাহব্যাপি পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ যথাযথভাবে উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অ:দা:) ডাঃ এস এম আসিফ সিদ্দিকী।
প্রিন্ট