ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ইউনিয়নগুলোর কার্যক্রম অনলাইনের আওতায় যুক্ত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ইউনিয়নগুলোর সকল নাগরিক সেবার কার্যক্রম অনলাইনের আওতায় যুক্ত হয়েছে। এখন থেকে অনলাইন ওয়ারিশ সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, অনলাইন সনদ ব্যবস্থাপনা কিউআর কোড সিস্টেমে যাচাই করা যাবে।

ওয়ারিশ সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ সহ অন্যান্য সনদ যেন জাল করতে না পারে এবং সেবা প্রার্থীগণ যেন হয়রানি শিকার না হন সে লক্ষ্যে বোয়ালখালী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বোয়ালখালী উপজেলার পৌরসভা ও নয়টি ইউনিয়ন পরিষদে চালু হয়েছে কিউআর কোড যুক্ত অনলাইন সনদ ব্যবস্থাপনা সিস্টেম। এখন থেকে সেবা প্রার্থীগণ নিজেরাই http://prottoyon-boalkhali.org
ওয়েবসাইট থেকে কিউআর কোড যুক্ত সনদের জন্য আবেদন করতে পারবেন।

সনদে ব্যবহৃত কিউআর কোড স্ক্যান করে সনদটি জাল কিনা সঠিক যাচাই করতে পারবেন। এছাড়াও ওয়েবসাইট থেকে সনদ/প্রত্যয়ন নম্বর ব্যবহার করে সনদ/প্রত্যয়ন যাচাই করা যাবে।

ডিজিটাইলেশনের পথে উপজেলা আরও এক ধাপ এগিয়ে নেওয়ায় (কিউ,আর কোড যুক্ত) করায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলাউদ্দিন কে চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানিয়েছেন ওই পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুল আলম, ইউনিয়ন পরিষদ সচীব কামরুল হাসান সোহেল।

সচীব কামরুল হাসান সোহেল থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন চরণদ্বীপ তথা বোয়ালখালী উপজেলার জনসাধারণ অনলাইনে নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স এবং বিভিন্ন ধরনের প্রত্যয়ন অনলাইনে পাওয়া সহজতর হয়েছে।

পাশাপাশি ওয়ারিশসহ বিভিন্ন ধরনের সনদ জালিয়াতি থেকে মানুষ রক্ষা পাবে।
সেবা পেতে আপনার জাতীয় পরিচয় পত্র (এনআইডি)/জন্মনিবন্ধন, ১ কপি ছবি, হোল্ডিং ট্যাক্সের রশিদের কপি, মোবাইল নাম্বার সহ
নিচের লিংক থেকে আবেদন করতে পারবেন। http://prottoyon-boalkhali.org

সেবা পেতে যা যা লাগবে তা নিম্নরুপ :
১. এককপি পাসপোর্ট সাইজ ছবি
২.  NID / BRN কপি
৩. হোল্ডিং ট্যাক্স রশিদ এর কপি
৪. একটি সচল মোবাইল নাম্বার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ইউনিয়নগুলোর কার্যক্রম অনলাইনের আওতায় যুক্ত

আপডেট টাইম : ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ইউনিয়নগুলোর সকল নাগরিক সেবার কার্যক্রম অনলাইনের আওতায় যুক্ত হয়েছে। এখন থেকে অনলাইন ওয়ারিশ সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, অনলাইন সনদ ব্যবস্থাপনা কিউআর কোড সিস্টেমে যাচাই করা যাবে।

ওয়ারিশ সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ সহ অন্যান্য সনদ যেন জাল করতে না পারে এবং সেবা প্রার্থীগণ যেন হয়রানি শিকার না হন সে লক্ষ্যে বোয়ালখালী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বোয়ালখালী উপজেলার পৌরসভা ও নয়টি ইউনিয়ন পরিষদে চালু হয়েছে কিউআর কোড যুক্ত অনলাইন সনদ ব্যবস্থাপনা সিস্টেম। এখন থেকে সেবা প্রার্থীগণ নিজেরাই http://prottoyon-boalkhali.org
ওয়েবসাইট থেকে কিউআর কোড যুক্ত সনদের জন্য আবেদন করতে পারবেন।

সনদে ব্যবহৃত কিউআর কোড স্ক্যান করে সনদটি জাল কিনা সঠিক যাচাই করতে পারবেন। এছাড়াও ওয়েবসাইট থেকে সনদ/প্রত্যয়ন নম্বর ব্যবহার করে সনদ/প্রত্যয়ন যাচাই করা যাবে।

ডিজিটাইলেশনের পথে উপজেলা আরও এক ধাপ এগিয়ে নেওয়ায় (কিউ,আর কোড যুক্ত) করায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলাউদ্দিন কে চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানিয়েছেন ওই পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুল আলম, ইউনিয়ন পরিষদ সচীব কামরুল হাসান সোহেল।

সচীব কামরুল হাসান সোহেল থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন চরণদ্বীপ তথা বোয়ালখালী উপজেলার জনসাধারণ অনলাইনে নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স এবং বিভিন্ন ধরনের প্রত্যয়ন অনলাইনে পাওয়া সহজতর হয়েছে।

পাশাপাশি ওয়ারিশসহ বিভিন্ন ধরনের সনদ জালিয়াতি থেকে মানুষ রক্ষা পাবে।
সেবা পেতে আপনার জাতীয় পরিচয় পত্র (এনআইডি)/জন্মনিবন্ধন, ১ কপি ছবি, হোল্ডিং ট্যাক্সের রশিদের কপি, মোবাইল নাম্বার সহ
নিচের লিংক থেকে আবেদন করতে পারবেন। http://prottoyon-boalkhali.org

সেবা পেতে যা যা লাগবে তা নিম্নরুপ :
১. এককপি পাসপোর্ট সাইজ ছবি
২.  NID / BRN কপি
৩. হোল্ডিং ট্যাক্স রশিদ এর কপি
৪. একটি সচল মোবাইল নাম্বার।