ফরিদপুরের সদরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ (সোমবার) সকাল ১১টায় সদরপুর উপজেলা চত্তর থেকে এক র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাশেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা বিধান রায়, মৎস কর্মকর্তা এস এম মাহামুদুল হাচান, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।