কুষ্টিয়ার খোকসায় ‘সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এই প্রতিবাদকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে খোকসা উপজেলার শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বাবুল আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইয়ারুল ইসলাম,আমার বাড়ি আমার খামার ম্যানেজার সেলিম হোসেন, খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
খোকসা উপজেলায় বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পেয়েছেন সকল জননী মাতা শামীমা ইসলাম, শামিমা ইসলাম ৪ সন্তানের জননী, তার চার সন্তানই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন এর মধ্যে তার জ্যেষ্ঠ পুত্র মাফুজুল ইসলাম দীপু বাংলাদেশ পুলিশের কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ইসরাত জাহান পুনম, অর্থনৈতিকভাবে স্বাবলম্বনে অর্জনকারী নারী মিতালী হোসেন মিথিলা, শিক্ষা চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কাকলি রানী, নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করেছে যে নারী নাজমা খাতুন।
প্রিন্ট