‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদ আহমেদ, অধ্যাপিকা মিনু সাহা, এডভোকেট কোরবান আলী, কবি ও সাংবাদিক কাজী হাসান ফিরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন, জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্লা প্রমুখ।
|
এর আগে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন করা হয় এবং উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।