ঝালকাঠির নলছিটিতে ইটভাটায় ভাংচুর ও মালিককে মারধরের অভিযোগ পাওয়া গিয়েছে। উপজেলার দপদপিয়া ইউনিয়নের চর কয়া গ্রামের বাসিন্দা ও সাবেক ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল মান্নান চুন্নুর(৪৮) নেতৃত্বে এ হামলা চালানো হয়।
এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান চুন্নুসহ ১২জনকে বিবাদী করে নলছিটি থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ থানার বাসিন্দা হাজী মোঃ নুর আলম(৪৫) ইউনিয়নের চর কয়া গ্রামে অবস্থিত এ্যাংকর ব্রিক্স লিজ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন ।
বিবাদীরা দীর্ঘদিন ধরেই তার ক্ষতিসাধন করার নিমিত্তে নানান ধরনের পরিকল্পনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার( ৮ডিসেম্বর) সকাল ৯ ঘটিকার সময় নুর ব্রিক্সে পরিকল্পিতভাবে দলবল নিয়ে হামলা করা হয়। হামলায় ইটভাটার কাঁচা ইট,বাউন্ডারি,অফিসঘর ভাংচুর করা হয়। এসময় মালিক মোঃ নুর আলম তাদের বাধা দিলে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়।
তাকে উদ্ধার করতে এসে ইটভাটার ম্যানেজার মোঃ সবুজও তাদের হামলার শিকার হন। বর্তমানে ইটভাটার মালিক হাজী মোঃ নুর আলম বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন এবং ইটভাটার ম্যানেজার মোঃ সবুজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য(সাবেক) আবদুল মান্নান চুন্নুর ব্যবহৃত মুঠোফোনে( ০১৭১*****৫২) একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান,হামলার ঘটনায় একটি এহাজার দায়ের হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
প্রিন্ট