কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। ভেড়ামারায় মোট ২৮ জন ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিক্ষুকদের পূর্ণবাসন করার লক্ষ্যে দেশব্যাপী প্রত্যেকটি উপজেলায় ভিক্ষুকদের পূর্ণবাসনের অংশ হিসেবে মঙ্গলবার(৬ ডিসেম্বর) সকালে ভেড়ামারা উপজেলা চত্বরে সমাজসেবার উদ্যোগে উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৮ জন ভিক্ষুকের মধ্যে বিনামূল্য ছাগল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ রওশনারা বেগম, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ প্রমুখ।
প্রিন্ট