ঢাকা , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামীকালের পর থেকে যদি কারো ঘরে দেশীয় অস্ত্র পাওয়া যায়, তার অবস্থা হবে ভয়াবহঃ -সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল Logo ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৫ Logo সমাজসেবার বিশেষ অবদানে সম্মাননা স্মারক পেলেন দৌলতদিয়ার ইউপি চেয়ারম্যান রহমান মন্ডল Logo তানোরে প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী Logo খোকসায় প্রাণিসম্পদ প্রদর্শনী আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এমপি আব্দুর রউফ Logo লালপুরে প্রেমিককে কুপিয়ে জখম, প্রেমিকা আটক Logo গোপালগঞ্জে যাত্রীবাহী মাহেন্দ্র ও ট্রলির সংঘর্ষে নিহত ১ আহত ৪ Logo নগরকান্দায় প্রবীণ গ্রাম্য ডাক্তারকে পিটিয়ে আহত করলো কথিত সাংবাদিক Logo চরভদ্রাসনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা Logo তানোরে সার্বজনীন পেনশন স্কিম গ্রহণে ব্যাপক সাড়া
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মাগুরা বগুড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান ৮ লাখ টাকা নেওয়ার জন্য নিয়োগ বন্ধ

মাগুরা সদর উপজেলার ১ নং হাজীপুর ইউনিয়নের বগুড়া মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি মিজানুর রহমান (মিজা) আয়া পদে ৮ লাখ টাকা নেওয়ার জন্য স্কুলের নিয়োগ বন্ধ হয়ে গেছে।

শনিবার ৩ ডিসেম্বর হাজীপুর ইউনিয়নের বাসিন্দা আকরাম ফকির (৪৫), পিং- আবুল হোসেন ফকির সাপ্তাহিক দখিন বার্তার বিশেষ প্রতিনিধিকে ঘটনার সত্যতা প্রকাশ করেন। আকরাম হোসেন জানান, বগুড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান (মিজা) নতুন সভাপতি হওয়ার পর চতুর্থ শ্রেণির চাকরি পদে নিয়োগ ছাড়ে।

নিয়োগ ছাড়ার ৭ দিন পর (আয়া) পদে চাকরির জন্য আমার সাথে পরামর্শ করে বলে একটা আয়া পদ তোমাকে দিচ্ছি, তুমি ৭ লাখ টাকা দাও, তবে অনেক সুপারিশের পর ৬ লাখ টাকায় আপোষ করা হয়। পুলিশ আবু ছমির, মাতব্বর আজিজুল বিশ্বাস, মেজো ভাই বক্কার ফকির ও আমি (আকরাম ফকির) সভাপতির বাড়ির দক্ষিণ পুতার ঘরের পূর্ব ঘরের মধ্যে বসে আমার কাকা আলহাজ্ব পুলিশ ছমিরের হাত দিয়ে মিজানুরকে ৬ লাখ টাকা হাতে দিই। কিন্তু হঠাৎ করে ২ মাস পরে পশ্চিমপাড়ার মাতব্বর জাকিরুল বিশ্বাসের বাড়িতে ১৫-২০ জন লোকের সামনে সেই টাকা ফেরত দেয়।

আমি তখন আমি ক্রন্দনরত অবস্থায় হাতে-পা ধরে বলি আপনি টাকা ফেরত দিয়েন না, আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। সভাপতি মিজানুর রহমান এখন অন্য প্রাথীর কাছে থেকে ৮ লাখ টাকা অর্থাৎ ২ লাখ টাকা বেশি পেয়ে আরেকজনকে চাকরি দেওয়ার পরিকল্পনা করে। এজন্য প্রথমে মাগুরা নিম্ন আদালতে মামলা করলে তারা সেই মামলা বিশেষ কায়দায় শেষ করে দেয়। এরপর জজ কোর্টে আপীল করলেও ২০ হাজার টাকার মাধ্যমে নোটিশ বন্ধ করে দেয়। এরপর মাগুরা জেলা শিক্ষা অফিসার, টিএনও, সদর মাধ্যমিক শিক্ষা অফিসার ৫ জায়গায় কাগজপত্র জমা দিয়ে নিয়োগ বন্ধ করি, এ পর্যন্ত ৪ বার অবৈধ নিয়োগ দিয়েছে ৪ বার নিয়োগ বন্ধ এবং ঠেকায়ছি। আরও জানা যায়, উত্তর মাঝাইল গ্রামের হাফিজারের ছেলে জাহাঙ্গীর খলিফাকে বিজ্ঞানগার পিয়ন থেকে পরিচ্ছন্নতা কর্মী, ধলফা বগুড়ার আলিমুজ্জামান মোল্যাকে নাইট গার্ড থেকে ডে গার্ড করা হয়েছে।

মোকাম মাগুরার সদর সিনিয়র সহকারী জজ আদালতের ৭৮৮/২২ ওসি মোকর্দ্দমার বিচারক সিনিয়র সহকারী জজ রোমানা রোজী গত ৮ সেপ্টেম্বর তারিখে আদেশ দ্বারা দারুণ ভাবে ক্ষতিগ্রস্থ বাদী পক্ষের মিস আপীল ৮/২০২২, অন্যান্য  কারণে বিবাদী পক্ষের বিরুদ্ধে অত্র আপিলকারী (বাদী) মিস আপীল আনয়ন করেন। এ কারণে ১২ অক্টোবর তারিখে আদেশ রদ ও রোহিত পূর্বক বিবাদী পক্ষকে অস্থায়ী ভাবে নিয়োগ প্রদানে নিষেধ ও স্থগিত করার আদেশ করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আগামীকালের পর থেকে যদি কারো ঘরে দেশীয় অস্ত্র পাওয়া যায়, তার অবস্থা হবে ভয়াবহঃ -সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল

error: Content is protected !!

মাগুরা বগুড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান ৮ লাখ টাকা নেওয়ার জন্য নিয়োগ বন্ধ

আপডেট টাইম : ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২

মাগুরা সদর উপজেলার ১ নং হাজীপুর ইউনিয়নের বগুড়া মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি মিজানুর রহমান (মিজা) আয়া পদে ৮ লাখ টাকা নেওয়ার জন্য স্কুলের নিয়োগ বন্ধ হয়ে গেছে।

শনিবার ৩ ডিসেম্বর হাজীপুর ইউনিয়নের বাসিন্দা আকরাম ফকির (৪৫), পিং- আবুল হোসেন ফকির সাপ্তাহিক দখিন বার্তার বিশেষ প্রতিনিধিকে ঘটনার সত্যতা প্রকাশ করেন। আকরাম হোসেন জানান, বগুড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান (মিজা) নতুন সভাপতি হওয়ার পর চতুর্থ শ্রেণির চাকরি পদে নিয়োগ ছাড়ে।

নিয়োগ ছাড়ার ৭ দিন পর (আয়া) পদে চাকরির জন্য আমার সাথে পরামর্শ করে বলে একটা আয়া পদ তোমাকে দিচ্ছি, তুমি ৭ লাখ টাকা দাও, তবে অনেক সুপারিশের পর ৬ লাখ টাকায় আপোষ করা হয়। পুলিশ আবু ছমির, মাতব্বর আজিজুল বিশ্বাস, মেজো ভাই বক্কার ফকির ও আমি (আকরাম ফকির) সভাপতির বাড়ির দক্ষিণ পুতার ঘরের পূর্ব ঘরের মধ্যে বসে আমার কাকা আলহাজ্ব পুলিশ ছমিরের হাত দিয়ে মিজানুরকে ৬ লাখ টাকা হাতে দিই। কিন্তু হঠাৎ করে ২ মাস পরে পশ্চিমপাড়ার মাতব্বর জাকিরুল বিশ্বাসের বাড়িতে ১৫-২০ জন লোকের সামনে সেই টাকা ফেরত দেয়।

আমি তখন আমি ক্রন্দনরত অবস্থায় হাতে-পা ধরে বলি আপনি টাকা ফেরত দিয়েন না, আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। সভাপতি মিজানুর রহমান এখন অন্য প্রাথীর কাছে থেকে ৮ লাখ টাকা অর্থাৎ ২ লাখ টাকা বেশি পেয়ে আরেকজনকে চাকরি দেওয়ার পরিকল্পনা করে। এজন্য প্রথমে মাগুরা নিম্ন আদালতে মামলা করলে তারা সেই মামলা বিশেষ কায়দায় শেষ করে দেয়। এরপর জজ কোর্টে আপীল করলেও ২০ হাজার টাকার মাধ্যমে নোটিশ বন্ধ করে দেয়। এরপর মাগুরা জেলা শিক্ষা অফিসার, টিএনও, সদর মাধ্যমিক শিক্ষা অফিসার ৫ জায়গায় কাগজপত্র জমা দিয়ে নিয়োগ বন্ধ করি, এ পর্যন্ত ৪ বার অবৈধ নিয়োগ দিয়েছে ৪ বার নিয়োগ বন্ধ এবং ঠেকায়ছি। আরও জানা যায়, উত্তর মাঝাইল গ্রামের হাফিজারের ছেলে জাহাঙ্গীর খলিফাকে বিজ্ঞানগার পিয়ন থেকে পরিচ্ছন্নতা কর্মী, ধলফা বগুড়ার আলিমুজ্জামান মোল্যাকে নাইট গার্ড থেকে ডে গার্ড করা হয়েছে।

মোকাম মাগুরার সদর সিনিয়র সহকারী জজ আদালতের ৭৮৮/২২ ওসি মোকর্দ্দমার বিচারক সিনিয়র সহকারী জজ রোমানা রোজী গত ৮ সেপ্টেম্বর তারিখে আদেশ দ্বারা দারুণ ভাবে ক্ষতিগ্রস্থ বাদী পক্ষের মিস আপীল ৮/২০২২, অন্যান্য  কারণে বিবাদী পক্ষের বিরুদ্ধে অত্র আপিলকারী (বাদী) মিস আপীল আনয়ন করেন। এ কারণে ১২ অক্টোবর তারিখে আদেশ রদ ও রোহিত পূর্বক বিবাদী পক্ষকে অস্থায়ী ভাবে নিয়োগ প্রদানে নিষেধ ও স্থগিত করার আদেশ করে।