ঝালকাঠির নলছিটিতে মৎস্য দপ্তরের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর ) সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে এ জাল আটক করা হয়।
জালের পরিমাণ আনুমানিক ১৫ হাজার মিটার। জব্দকৃত জাল উপজেলা মৎস্য অফিস চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার, মৎস্য কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্ব) নজরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা।
|
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন,২০২২-২৩ আর্থিক সালে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জাল আটক করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।
প্রিন্ট