ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথের বদলি আদেশ স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বদলির আদেশের প্রজ্ঞাপন স্থগিত করার তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন নির্বাচনে সংশ্লিষ্ট বিধিমালার অনুসারে ফলাফল ঘোষণার ১৫ দিন অতিক্রম না হওয়া পর্যন্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণকে নির্বাচন কমিশনের সাথে পরামর্শ ব্যতিত বদলি না করার বিধান রয়েছে।
উল্লিখিত নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আগামী (২৮,০২,২০২১) অনুষ্ঠিত নির্বাচনের গেজেট প্রকাশিত না হওয়াপর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
এর আগে গত ২৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রনালয় ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত একান্ত সচিব মোঃ মজিবুর রহমানকে নিয়োগ দেন। এ ছাড়া ও বর্তমান ডিসি সরোজ কুমার নাথকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব পদে বদলি করার নির্দেশ প্রদান করেন।