মাগুরা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের ছ্যান্দাড়া গ্রামের পাট ব্যবসায়ী আরিফ মোল্লা (৫৫) কে মারাত্মক ভাবে কুপিয়ে জখম করে ৭ লাখ টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা।
সরেজমিনে মঙ্গলবার ২২ নভেম্বর ঘটনা স্থল ছ্যান্দড়া গ্রামে খোঁজ খবর নিয়ে জানা যায় গত রবিবার অনুমান সকাল ৯ টার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা দূর্বৃত্তর দল পাট ব্যবসায়ী আরিফ মোল্লার কাছে থেকে টাকা ছিনতাইয়ের সময় দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে কুপিয়ে জখম করে।
মাগুরা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে জখম অবস্থায় পড়ে আছে পাট ব্যবসায়ী আরিফ মোল্লা (৫৫), পিং- হাকীম মোল্লা, গ্রাম- ছ্যান্দাড়া। আহত আরিফ মোল্লা জানান, গত রবিবার অনুমান সকাল ৯ টার সময় মহম্মদপুরে পাট ক্রয় করার উদ্দেশ্য মোটরসাইকেলে একাই যাচ্ছিলাম। হঠাৎ করে ছ্যান্দড়া গ্রামের ইন্তাজ মোল্লার মুদিখানার চা এর দোকানে পৌছালে পাশে থেকেই ৮-১০ জনের সন্ত্রাসী দল আক্রমণ করে।
এর মধ্যে ৩ জনকে আমি চিনেছি তারা হলো ছ্যান্দড়া গ্রামের পিস্তল হাতে থাকা ইলিয়াস (৩৫), পিং- মমরেজ মোল্লা, চাইনিজ কুরাল ও লাঠি হাতে রাজ্জাক (৪০), পিং- টেংরা মোল্লা, মজনু (৪৫), পিং- মমরেজ মোল্লা সহ অজ্ঞাত ৮-১০ জন লোকজন। প্রথমে আমাকে মোটরসাইকেলের গতিরোধ করে আমার প্যান্টের পকেটে থাকা ৭ লাখ টাকা চাই, আমি টাকা না দিলে আমাকে পিস্তল ঠেকিয়ে চাইনিজ কুরাল দিয়ে এলোপাতাড়ি দুই পা, হাত ও পিঠের একপাশে কুপালে আমি জ্ঞান হারিয়ে ফেলি।
জ্ঞান হারানোর সময় তারা আমার প্যান্টের পকেটে থাকা ৭ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পাট ব্যবসায়ী আরিফ মোল্লার ঘটনার এ ব্যাপারে মাগুরা শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রিন্ট