ফরিদপুরের আলফাডাঙ্গায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার সকালে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় এ মানববন্ধর শেষে দূর্নীতিবাজ সভাপতিকে বাদ দিয়ে নতুন করে যাচাই-বাছাই করার দাবিসংবলিত প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) চেয়ারম্যান কর্তৃক মনোনীত যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস. এম. কাউছার রহমান ক্ষমতার অপব্যবহার করে অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধাদের তালিকা করেছেন। যেখানে অনেক ভাতাভোগীবীর মুক্তিযোদ্ধা বাদ পড়েছেন।
এ ধরনের অনিয়ম ও দূর্নীতির যাচাই-বাছাই তালিকা বাতিলের আবেদন জানিয়ে নতুন করে যাচাই-বাছাইয়ের আওতায় আনার দাবি করে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন,সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আশরাফউদ্দিন তারা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন প্রমুখ।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন ইউএনও তৌহিদ এলাহী।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) মনোনীত যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম.কাউছার রহমান জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা সত্য নয়। একটি মহল লাভবান হওয়ার জন্য ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে।
মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির আলফাডাঙ্গা উপজেলার সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী বলেন, টাকা নেওয়ার বিষয়ে আমার জানা নেই, সম্মানীত বীর মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি গ্রহণ করা হয়েছে।