ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব অতুল সরকার এর সভাপতিত্বে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার মোঃ শাহজাহান জেলা পরিষদের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ তাসলিমা আলী, জেল সুপার আব্দুল্লাহ মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা খানম সহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্তে জেলা প্রশাসন কর্তৃক উক্ত প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এ ধরনের প্রস্তুতি সভার মাধ্যমে দুটি জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে সহায়ক ভূমিকা রাখবে বলে সর্বস্তরের জনগণ মনে করেন।
প্রিন্ট