আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিক সম্পর্কে জানুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় নানা আয়োজনে ১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়েছে। সোমবার ১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে খোকসা রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার ও ডায়াবেটিস সেন্টার এর আয়োজনে এক বর্ণাঢ্য র্যলির আয়োজন করা হয়, র্যলিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষ খোকসা সরকারি কলেজ চত্বরে এসে শেষ হয়।
কলেজ চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল।
স্বাগত বক্তব্য রাখেন রুরাল হেলথ কেয়ার সেন্টার এন্ড ডায়াবেটিক সেন্টার এর প্রধান পৃষ্ঠপোষক আহসানুল হক নবাব। উপস্থিত ছিলেন রাখেন উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, কমিটির যুগ্ন আহবায়ক ও উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক তারিকুল আলম তসর, পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যাপক আনোয়ার হোসেন, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি জিল্লুর রহমান, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের অধ্যক্ষ রায়হানুল হক সুলতান, মোহাম্মদ আলী, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ। বক্তাগণ ডায়াবেটিক দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। দিবসটি উপলক্ষে খোকসা রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার ও ডায়াবেটিক সেন্টার দিনব্যাপ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
প্রিন্ট