মাগুরা শ্রীপুর উপজেলার প্রখ্যাত লেখক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ ইসলামিক ফাউণ্ডেশনের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা দ্বারিয়াপুর ঐতিহ্যবাহী দরবার শরীফের গদ্দিনশীন পীর অধ্যাপক হাসান আব্দুল কাইয়ূম এর স্মরণে অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম (রহঃ) এর স্মরণে এক মহান মনীষী অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম শীর্ষক স্মারক গ্রন্থ-২০২২ প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার ৯ নভেম্বর বিকাল ৩ টার সময় দ্বারিয়াপুর দরবার শরীফ প্রাঙ্গনে স্মারক গ্রন্থ প্রকাশনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহ আবুল মনযর মুহাম্মদ আরিফ বিল্লাহ মিঠু। প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম।
|
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজিম উদ্দিন আল আজাদ, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শ্যামানন্দ কুণ্ডু, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম, ঢাকা হাইকোর্টের এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, উপ-সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার এবং হুজুরের মুরিদানগন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিগণকে মহান মনীষী অধ্যাপক হাসান আব্দুল কাইয়ুম শীর্ষক স্মারক প্রকাশান গ্রন্থ বই উপহার দেওয়া হয়।
প্রিন্ট