ঢাকা , মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ভোট দিলেন অভিজিৎ দত্ত স্কুলের পুকুর ইজারা না দিয়ে মাছ চাষ করার অভিযোগ কমিটির বিরুদ্ধে নড়াইলে ট্রাফিক আইন অমান্য করায় ৪,৩৭,০০০ টাকা জরিমানা ও যানবাহন আটক নড়াইলে পুলিশের অভিযানে গাঁজাসহ চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি আটক কোটালীপাড়ায় জমি বিক্রির নামে প্রবাসীর টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ কুষ্টিয়া মহাসড়কে আলহাজ্ব পরিবহনে বিজিবির অভিযান, হেরোইন উদ্ধার সাংবাদিক পুত্র মমোশ্বাদ ট্যালেন্টপুলে স্কলারশীপ পেয়েছেন রাজনগরে ৭ জুয়াড়ী গ্রেফতার ফরিদপুর জেলা ডিবি পুলিশ কর্তৃক ইয়াবাসহ একজন মাদকব্যবসায়ী গ্রেপ্তার মাগুরা হাজরাপুর ইউনিয়নে লিগ্যাল এইড কমিটির আইন সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলের এলাকাবাসীর প্রতিরােধ

নবগঙ্গা নদী থেকে ৩ টি ড্রেজার, ১টি ভলগেট সহ ৫ জনকে আটক করেছে নৌপুলিশ

নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু কাটা বন্ধে নৌপুলিশের অভিযানে ৩টি ড্রেজার, ১টি ভলগেট সহ ৫ জনকে আটক করেছে বড়দিয়া নৌপুলিশ। বুধবার বড়দিয়া নৌপুলিশ এবং কালিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। ঘটনা টের পেয়ে অধিকাংশ ড্রেজার এবং ভলগেট এলাকা ছেড়ে চলে যায়।
এর আগে মঙ্গলবার (২ ফব্রুয়ারি) দুপুরে দেওয়াডাঙ্গা-কুলসুর ঘাট এলাকায় কয়েক’শ এলাকাবাসী লাঠীসােটা ও দেশীয় অস্ত্র নিয়ে ঘাটে বিক্ষােভ করে নদী থকে ৩০টি ড্রেজার উঠিয়ে দিতে বাধ্য করে।
এলাকাবাসীর অভিযােগ, একবছর ধরে কালিয়ার প্রভাবশালী যুবলীগ নেতা রবিউল ইসলাম খানের নেতৃত্বে কােন ইজারা ছাড়াই দৈনিক অন্তত ৫০টি ড্রেজার বসিয়ে ১৫০ ট্রলা্রে বালু উত্তােলন করে। এভাবে বালু উত্তােলণের ফলে একটি বাজার, ৩টি মসজিদ, ১টি মন্দির সহ কয়েক’শ একর ফসলি জমি নদীতে ভেঙ্গে গেছে।
দেওয়াডাঙ্গা ও নােয়াগ্রামের আসলাম, জহির মােল্যা, ইলিয়াজ মােল্যা জানান এলাকাবাসীর অভিযােগ, প্রায় একবছর ধরে কালিয়া এলাকার প্রভাবশালী যুবলীগ নেতা রবিউল ইসলাম খানের নেতৃত্বে কােন ইজারা ছাড়াই দৈনিক অন্তত ৫০টি ড্রেজার বসিয়ে ১৫০ ট্রলার বালু উত্তােলন করে।
দেওয়াডাঙ্গা গ্রামের লিটন সর্দার বলেন, এলাকাবাসীর পক্ষে কয়েক দফা লিখিত অভিযােগ করেও কােন ব্যবস্থাই নেয়নি প্রশাসন। তাই বাধ্য হয়ে এলাকাবাসী অবৈধ বালু উত্তােলন বন্ধ করে দিয়েছে।
কালিয়া উপজেলা স্বেছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনুর মােহাম্মাদ আনু বলেন, স্থানীয় প্রবাবশালী মহল বালু উত্তােলণ করে কােটি টাকা আয় করছে। এতে সাধারণ জনগনের পাশাপাশি নদীর ব্যাপক ক্ষতি হচ্ছে। জনগন বন্ধ করার পর  প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়েছে।
ঠিকাদারের প্রতিনিধি আশরাফুল ইসলাম বলেন, এখানে দীর্ঘদিন ধরে আমরা বালু উত্তােলণ করছি। এটা ডিসি, এসপি, এমপি সবাই জানেন। ইজারা আছে কিনা আমার জানা নেই।
অবৈধভাবে বালু উত্তােলনের ব্যাপারে কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম খান বলেন, আমি চর ডাকিছি, আমি লােয়েষ্ট হয়ে চর কিনিছি , বৈধ কি অবৈধ সেটা প্রশাসনের লােক ভালাে বুঝতে পারবে।
অভিযান পরিচালনাকারী বড়দিয়া নৌফাড়ির ইনচার্জ এসআই আসলাম বলেন, ইজারা ছাড়াই বালু উত্তােলন করছে একটি মহল, এতে এলাকাবাসী ক্ষুব্ধ এবং নদীপাড়ের অনেক স্থাপনা ভঙ্গে গেছে, তাই উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে।
Tag :

এই অথরের আরো সংবাদ দেখুন

শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও ভোট দিলেন অভিজিৎ দত্ত

error: Content is protected !!

নড়াইলের এলাকাবাসীর প্রতিরােধ

নবগঙ্গা নদী থেকে ৩ টি ড্রেজার, ১টি ভলগেট সহ ৫ জনকে আটক করেছে নৌপুলিশ

আপডেট টাইম : ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু কাটা বন্ধে নৌপুলিশের অভিযানে ৩টি ড্রেজার, ১টি ভলগেট সহ ৫ জনকে আটক করেছে বড়দিয়া নৌপুলিশ। বুধবার বড়দিয়া নৌপুলিশ এবং কালিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। ঘটনা টের পেয়ে অধিকাংশ ড্রেজার এবং ভলগেট এলাকা ছেড়ে চলে যায়।
এর আগে মঙ্গলবার (২ ফব্রুয়ারি) দুপুরে দেওয়াডাঙ্গা-কুলসুর ঘাট এলাকায় কয়েক’শ এলাকাবাসী লাঠীসােটা ও দেশীয় অস্ত্র নিয়ে ঘাটে বিক্ষােভ করে নদী থকে ৩০টি ড্রেজার উঠিয়ে দিতে বাধ্য করে।
এলাকাবাসীর অভিযােগ, একবছর ধরে কালিয়ার প্রভাবশালী যুবলীগ নেতা রবিউল ইসলাম খানের নেতৃত্বে কােন ইজারা ছাড়াই দৈনিক অন্তত ৫০টি ড্রেজার বসিয়ে ১৫০ ট্রলা্রে বালু উত্তােলন করে। এভাবে বালু উত্তােলণের ফলে একটি বাজার, ৩টি মসজিদ, ১টি মন্দির সহ কয়েক’শ একর ফসলি জমি নদীতে ভেঙ্গে গেছে।
দেওয়াডাঙ্গা ও নােয়াগ্রামের আসলাম, জহির মােল্যা, ইলিয়াজ মােল্যা জানান এলাকাবাসীর অভিযােগ, প্রায় একবছর ধরে কালিয়া এলাকার প্রভাবশালী যুবলীগ নেতা রবিউল ইসলাম খানের নেতৃত্বে কােন ইজারা ছাড়াই দৈনিক অন্তত ৫০টি ড্রেজার বসিয়ে ১৫০ ট্রলার বালু উত্তােলন করে।
দেওয়াডাঙ্গা গ্রামের লিটন সর্দার বলেন, এলাকাবাসীর পক্ষে কয়েক দফা লিখিত অভিযােগ করেও কােন ব্যবস্থাই নেয়নি প্রশাসন। তাই বাধ্য হয়ে এলাকাবাসী অবৈধ বালু উত্তােলন বন্ধ করে দিয়েছে।
কালিয়া উপজেলা স্বেছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনুর মােহাম্মাদ আনু বলেন, স্থানীয় প্রবাবশালী মহল বালু উত্তােলণ করে কােটি টাকা আয় করছে। এতে সাধারণ জনগনের পাশাপাশি নদীর ব্যাপক ক্ষতি হচ্ছে। জনগন বন্ধ করার পর  প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়েছে।
ঠিকাদারের প্রতিনিধি আশরাফুল ইসলাম বলেন, এখানে দীর্ঘদিন ধরে আমরা বালু উত্তােলণ করছি। এটা ডিসি, এসপি, এমপি সবাই জানেন। ইজারা আছে কিনা আমার জানা নেই।
অবৈধভাবে বালু উত্তােলনের ব্যাপারে কালিয়া উপজেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম খান বলেন, আমি চর ডাকিছি, আমি লােয়েষ্ট হয়ে চর কিনিছি , বৈধ কি অবৈধ সেটা প্রশাসনের লােক ভালাে বুঝতে পারবে।
অভিযান পরিচালনাকারী বড়দিয়া নৌফাড়ির ইনচার্জ এসআই আসলাম বলেন, ইজারা ছাড়াই বালু উত্তােলন করছে একটি মহল, এতে এলাকাবাসী ক্ষুব্ধ এবং নদীপাড়ের অনেক স্থাপনা ভঙ্গে গেছে, তাই উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে।