ঝালকাঠির রাজাপুরে মাওলানা আযিযুর রহমান নেছারাবাদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ (৬ই নভেম্বর) রবিবার দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব নুসরাত জাহান খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জোহর আলী, জেলা প্রশাসক ঝালকাঠি।
এ সময় জেলা প্রশাসক মহোদয় ফ্রি চিকিৎসা ক্যাম্প ও কলেজের সম্মুখে ভেষজ নার্সারি পরিদর্শন করে শান্তির প্রতীক পায়রা আকাশে অবমুক্ত করেন এবং ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি বলেন, হোমিওপ্যাথি চিকিৎসা আর্তপিড়িত মানুষের জন্য এক মহৎ সেবা। এই সেবা এই এলাকার মানুষের মধ্যে পৌঁছে দেয়ার জন্য অত্র কলেজ প্রতিষ্ঠা হয়েছে। হোমিওপ্যাথি সেবার মান যেন আরও উন্নত হয় মর্মে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ঝালকাঠি জেলা শাখার সভাপতি জনাব আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, আমান্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) জনাব মোঃ মাসুদ রানা, রাজাপুর উপজেলা পরষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব আফরোজা আক্তার, রাজাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ জিয়া হায়দার খান লিটন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, মাওলানা আজিজুর রহমান নেছারাবাদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল মাঠ প্রাঙ্গনে ফ্রি চিকিৎসা ক্যাম্পে অতিথি চিকিৎসক হিসেবে ছিলেন চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান ও কলেজের বিভিন্ন প্রভাষক হোমিওপ্যাথিক ডাক্তারগণ। চিকিৎসা ক্যাম্প থেকে শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।
প্রিন্ট