ঝালকাঠির নলছিটিতে চোরাই গরুসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার(৫নভেম্বর) নলছিটি শহরের শহিদ মিনার সংলগ্ন এলাকা থেকে একজনকে আটক করা হয় পরবর্তীতে তার দেয়া তথ্য মতে অপরজনকে আটক করা হয়েছে।
তারা হলেন,উপজেলার বারইকরন এলাকার মৃত হোসাইল আলী মালের ছেলে মো. হায়দার আলী মাল(৪৫) ও সূর্য্যপাশা এলাকার মৃত সোবহান হাওলাদারের ছেলে মো. আনিছুর রহমান(৪০)।
এ ব্যাপারে গরুর মালিক ভৈরবপাশা ইউনিয়নের রুপচন্দ্রপুর গ্রামের জুয়েল তালুকদার শনিবার রাতে বাদী হয়ে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি জানান, শনিবার সকালে আমাদের চারটি গরু ঘাস খাওয়ানোর জন্য সুগন্ধা নদীর তীরে রেখে আসি সেখান থেকে চোরের দল একটি গরু দিনের বেলা নদী পথে ট্রলার করে নিয়ে যায়।
আমরা স্থানীয়দের মারফত খবর পেয়ে বিভিন্ন জায়গায় খোজ লাগাই এবং বিষয়টি নলছিটি থানায় জানিয়ে রাখি। এরপর নলছিটি থানায় গরুসহ চোর ধরার বিষয়টি জানতে পেরে থানায় এসে আমাদের গরু শনাক্ত করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরদ্বয় তাদের অপরাধ স্বীকার করেছেন এবং এ কাজে সহায়তার জন্য ঝালকাঠি জেলার এক কসাইয়ের নাম উল্লেখ করেছেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের বিচারের জন্য আদালতে প্রেরন করা হয়েছে।
প্রিন্ট