মাগুরা বড়শলই পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে গুনিজন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়। শনিবার ৫ নভেম্বর বিকাল ৩ টার সময় বড়শলই পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মাগুরা বড়শলই পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় এর আয়োজনে অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বড়শলই পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এ এইচ এম আলমগীর হোসেন তুষার। অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য মাগুরা-২ ডঃ শ্রী বীরেন শিকদার এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হাজরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক-১ আলী আহমেদ আহাদ।
এছাড়াও স্বত্বাধিকারী বিজনেস এ্যালায়েন্স মোঃ সিরাজুল ইসলাম মজুমদার, শালিখা জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফ, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন, কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টিপু বিশ্বাস সহ আওয়ামী লীগের নেতা-কর্মী বৃন্দগণ, বড়শলই পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি ডঃ শ্রী বীরেন শিকদার বলেন, খুব শীঘ্রই বড়শলই পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে ৪ তলা ভবনের কাজ শুরু হয়ে যাবে এবং এলাকার রাস্তাঘাট পুনরায় সংস্করণ করা হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে বাংলাদেশের সকল উন্নয়ন কাজের জন্য এবং মাগুরা জেলাতেও ব্যাপক উন্নয়ন কাজের ভূয়সী প্রশংসা করেন।
প্রিন্ট