কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের কাছ থেকে সজল নামে এক জেলের মাছধরা জালে উঠলো ঘড়িয়াল প্রজাতির কুমির। শুক্রবার (৪ নভেম্বর) রাত নয়টার পরে কুমিরটি নদীতে অবমুক্ত করা হয়। ভেড়ামারা উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার বাহিরচর ইউনিয়নের ইউ পি মেম্বার আসাদুজ্জামান কচি জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বার দাগ গ্রামের জেলে সজল পদ্মা নদীতে মাছ মারার জন্য হার্ডিঞ্জ ব্রীজের কাছে পদ্মা নদীতে জাল ফেলে। কিছুক্ষণ পরেই জালের মধ্যে কুমির দেখতে পায় সে চিৎকার দেয়। পরে জেলেরা সংঘবদ্ধ হয়ে কুমিরটিকে সুকৌশলে ধরে নৌকার ওপর তোলে। পরে আমি উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম কে অবগত করি। সে খবর পেয়ে ঘটনা স্থলে আসে।
উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সজলের জালে ধরা পরা ঘড়িয়াল প্রজাতির কুমির। পরে স্থানীয় জেলেরা ও উপস্থিত গণমান্য ব্যাক্তিদের সামনে রাত নয়টার সময় পদ্মা নদীতে কুমির টিকে অবমুক্ত করা হয়।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিভাগীয় বন কর্মকর্তা জি এম মো. কবির জানান, এটি সম্ভবত মিঠা পানির কুমির। কুমিরটি লম্বায় ৬ ফুট এবং চওড়ায় আড়াই ফুটের মতো। বাদামি রঙের এ কুমিরের ওজন প্রায় ৩৫ কেজি।
তার ধারণা গত বর্ষায় ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়ায় এটি নদী দিয়ে এখানে আসে। এর আগে এ ধরনের কোনো কুমির পদ্মায় দেখা যায়নি বলেও জানান তিনি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় বিষয়টি জানতে পেরে সেখানে ছুটে যায়। পরে বন বিভাগ এবং প্রশাসনের উপস্থিতিতে রাতেই কুমিরটিকে আবার পদ্মা নদীতেই অবমুক্ত করে দেওয়া হয়।
প্রিন্ট