মানিক কুমার দাসঃ
ফরিদপুরে অজ্ঞাতনামা একজন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফরিদপুর কোতোয়ালী থানার রাজবাড়ী রাস্তার মোড়ে যাত্রী ছাউনির নিচে এক অজ্ঞাতনামা (৪৫) ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় লোকজনের মাধ্যমে জানা গেছে, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি যাত্রী ছাউনি ও আশপাশের এলাকায় অনেক দিন ধরে ঘোরাফেরা করতেন।
কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রিন্ট