বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার ৫ নভেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে এ সমবায় দিবস পালিত হয়।
এ উপলক্ষ্যে শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তলন করা হয়।পরে একটি র্যালী বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক পদক্ষিন করে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা মমতাজ মহলের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য জেলা সমবায় আফিসের পরিদর্শক মো ইসমাইল হোসেন আরোও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি বেলাল হোসেন স্বপন, সমবায়ী আভাস গোমেজ, মো শহিদুল ইসলাম প্রমূখ। বক্তব্যে বক্তরা সমবায়ের গুরুত্ব তুলে ধরেন।
প্রিন্ট