উন্নত পল্লী উন্নত দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১ নভেম্বর দুপুর ১ টার সময় জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণারে বাংলাদেশ পল্লী উন্নয়ন (বিআরডিবি) মাগুরা সদর, মাগুরা এর আয়োজনে প্রশিক্ষণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় কাজী জিন্নাত আরা আন্না।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারী শিক্ষক মোঃ গোলাম মোর্শেদ খান ও সহকারী শিক্ষিকা নাছরিন আক্তার। অনষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। সার্বিক পরিচালনায় ছিলেন, বিআরডিবি উপপরিচালক দেবাশীষ কুমার দাশ।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান জগদল ইউনিয়ন পরিষদ সৈয়দ রফিকুল ইসলাম, সভাপতি জগদল সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় আঃ মান্নান শিকদার, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) সাজেদা পারভীন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিআরডিবির ইরেসপোর সহায়তায় স্যানিটেশন ন্যাপকিন ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় ১০০ জন ছাত্রীর মধ্যে। প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাহী অফিসার তারিফ উল হাসান ও চেয়ারম্যান রফিকুল ইসলাম ছাত্রীদের উদ্দেশ্য বলেন, সমাজ থেকে বাল্য বিবাহ, ইভটিজিং, মোবাইল ফোনের সঠিক ব্যবহার ও মাদক নির্মূল করার জন্য কাজ করতে হবে।
প্রিন্ট