প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মটো কর্মই জীবন, জাতীয় যুব দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান হয়। মঙ্গলবার ১ নভেম্বর সকাল ৯ টার সময় যুব ভবন মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা এর আয়োজনে এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়।
জাতীয় যুব দিবস উপলক্ষে প্রধান অতিথির আসনে জেলা প্রশাসক মাগুরা ডঃ আশরাফুল আলমের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা ফিরোজ আহমেদ।
বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল হাসান, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখা মাগুরা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখা মাগুরা পঙ্কজ কুমার কুন্ডু, চেয়ারম্যান উপজেলা পরিষদ মাগুরা সদর বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসির বাবলু, অধ্যক্ষ মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, অধ্যক্ষ টেকনিক্যাল ট্রেনিং কলেজ মাগুরা মোঃ শহীদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, ডেপুটি কো-অর্ডিনেটর যুব প্রশিক্ষণ কেন্দ্র মাগুরা এ কে এম আহসানুল কবীর, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলা কর্মকর্তা মনিটরিং অনুপ কুমার মন্ডল, জেলা কর্মকর্তা আইসিবি প্রতাপ কুমার দাস এবং বিভিন্ন ক্ল্যাস্টারের প্রায় ৩০ জন যুব গণ সহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দগণ। মাগুরা জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম শুরু হয় ১ আগস্ট ১৯৯৫ সালে। জাতীয় যুব দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ডিসি ডঃ আশরাফুল আলম বলেন, নারীরা হলো সমাজ ও রাষ্ট্রের চালিকা শক্তি।
তিনি যুবক ও যুব মহিলাদের বলেন আপনারা সম্মিলিত হয়ে সমাজ থেকে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ইত্যাদি অপরাধ মূলক কাজের জন্য প্রতিবাদ করতে হবে। আর চাকরির পিছনে না ছুটে যুব প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে আত্ননির্ভরশীল উদ্যোক্তা হওয়ার আহবান জানান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার সদর মাগুরা প্রশান্ত কুমার দে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দাগণ ১০ লাখ ৭০ হাজার টাকা মূল্যর বিভিন্ন প্রকল্প ভিত্তিক প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ট্রেডের প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব মহিলাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ ও সনদপত্র বিতরণ করেন।
প্রিন্ট