রাজবাড়ী জেলার পাংশা শহরের ঐতিহ্যবাহী আইডিয়াল গার্লস কলেজে বৃহস্পতিবার ২৭ অক্টোবর দুপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ১মবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে ও প্রথমবর্ষের ছাত্রী সোমাইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অত্র কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল আমীন ফিরোজ, মো. সহিদুল ইসলাম, নূর-ই-আলম সিদ্দিকী মামুন, মাহবুবুর রহমান, মো. আমজাদ হেসেন ও মো. আব্দুল লতিফ প্রমূখ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল গার্লস কলেজ জিবি’র সদস্য ও সিনিয়র প্রভাষক লিটন কুমার বিশ্বাস।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. আব্দুল মান্নান কলেজের অতীত ঐতিহ্য বজায় রাখার গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক ইন্দিরা পাল।
অনুষ্ঠানে কলেজ জিবি’র সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট