খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের তিনদিন আগেই আন্ত:জেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণায় উৎকণ্ঠায় মহম্মদপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাস বন্ধের এমন ঘোষণায় সমাবেশে যোগদান নিয়ে বিকল্প চিন্তা করছেন তারা। তবে বিকল্প চিন্তা নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না তারা। সরকারের প্ররোচনায় বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নেয়ায় সমাবেশ নিয়ে দু:চিন্তায় পড়েছেন বলে জানিয়েছেন মহম্মদপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা ও সদস্য সচিব আক্তারুজ্জামান। তবুও সমাবেশ কে সফল করতে এবং কর্মীদের উৎসাহ দিতে আজ শুক্রবার সকালে নেতাদের লিফলেট বিতরণ করতে দেখা গেছে।
বিএনপি’র নেতাকর্মীরা গত বুধবার দুপুরে বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের বাস বন্ধের খবরটি জানতে পেরে ক্ষুব্ধ তারা। একই সাথে বিকল্প পথে কিভাবে সমাবেশে যোগদান করা যাবে সে বিষয়টিও ভাবছেন। তবে বিকল্প বিষয় নিয়ে মুখ খুলতে চাচ্ছেন না সিনিয়র এই নেতৃবৃন্দ। তবে মহম্মদপুর থেকে নদী পথে বেশীরভাগ কর্মীরা সমাবেশে যাচ্ছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবদল তো জানিয়েছেন। এবং নদী পথের এই যাত্রা কে নিরাপদ মনে করছেন।
|
মহম্মদপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আক্তারুজ্জামান বলেন যে কোন উপায়ে সমাবেশ সফল করতে আমরা খুলনা পৌছবো। এবং সমাবেশে যোগদানের চেষ্টা করবো। প্রয়োজনে পায়ে হেঁটে হলেও আমরা সমাবেশস্থলে পৌঁছাবো। সমাবেশ ঘিরে উপজেলায় বিএনপির নেতা-কর্মীরা গত দুইদিন ধরে লিফলেট বিতরণ করে যাচ্ছেন। এ ছাড়া যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খুলনার মহা সমাবেশ সফল করতে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।
প্রিন্ট