চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ পালন করা হয়েছে।
গোমস্তাপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৮ টায় উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ গোমস্তাপুর উপজেলা, বাংলাদেশ পুলিশ গোমস্তাপুর, গোমস্তাপুর প্রাণী সম্পদ অধিদপ্তর, মেয়র রহনপুর পৌরসভা, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ তাঁতী লীগ, ছাত্রলীগ পৌর শাখা, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন রহনপুর পৌরসভা ও বাংলাদেশ ছাত্রলাীগ গোমস্তাপুর উপজেলা শাখা।
পূস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ চত্বর হতে নানা শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ” শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রানবন্ত নির্ভীক” বিষয়ক আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুঃ জিয়াউর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, সাবেক উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ও কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. কাউসার আহমেদ, গোমস্তাপুর থানার (ওসি) তদন্ত সেলিম রেজা, সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম (টাইগার) প্রমূখ।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট