নড়াইলে সুষ্ঠ ও নিরপেক্ষভাবে উৎসব মুখর পরিবেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনীর টিম গুলির অক্লান্ত পরিশ্রমে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
আজ সোমবার ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয় এবং ভোট গ্রহণের পর গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থি সুভাষচন্দ্র বোস আনারস প্রতিক নিয়ে ২৬০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফয়জুল আমির লিটু মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ১৭৮ ভোট।
এছাড়া নড়াইল সদর উপজেলায় সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন খোকন কুমার সাহা, লোহাগড়া উপজেলায় সাধারন সদস্য পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ সামস-উল-আলম কচি, কালিয়া উপজেলায় সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন খান শাহীন সাজ্জাদ।
এবং সংরক্ষিত মহিলা ১নং আসনে সদস্য পদে মোসাঃ শাহীনুর আক্তার রুমা নির্বাচিত হয়েছেন, সংরক্ষিত মহিলা ২নং আসনে নির্বাচিত হয়েছেন জেসমিন আক্তার।
নড়াইল সদরের দুটি, লোহাগড়ায় একটি ও কালিয়ায় একটি কেন্দ্র।চারটি কেন্দ্রের মাধ্যমে নির্বাচনটি সম্পন্ন হয়।
প্রিন্ট