ঢাকা , রবিবার, ০৪ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নড়াইলে গ্রাম পুলিশ হত্যার দু’আসামি গ্রেফতারঃ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি খোকসা সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদ এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত ফরিদপুর ২ থেকে ৪ আসনে কৃষ্ণপুর সংযুক্ত হওয়ায় আনন্দ মিছিল মিষ্টি বিতরণ নড়াইলে গরুর খামারে বিষ প্রয়োগের অভিযোগঃ ৫টি বিদেশী গরু মৃত্যুর সাথে লড়ছে আলফাডাঙ্গায় চিকিৎসকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর নির্বাচনী গণসংযোগ মানুষের জন্য কাজ করলে মানুষ মূল্যায়ন করেঃ -হানিফ ৮টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন ভেড়ামারায় আ.লীগের অফিস ভাঙচুর, আহত ২ সালথায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ও ট্যাব বিতরণ

নড়াইল কালিয়া দু’টি পৌরসভায় আওয়ামীলীগের দুই প্রার্থীই বিজয়ী 

নড়াইলের দুটি পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীরে প্রার্থী আঞ্জুমান আরা ১৯ হাজার ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নড়াইল পৌরসভায় এই প্রথম কোন মহিলা পৌর মেয়র নির্বাচিত হলেন। নিকটতম  প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ জুলফিকার আলী মন্ডল পেয়েছেন ৩হাজার ৮শ ৭১ভোট।
এদিকে কালিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ওয়াহিদুজ্জামান হীরা ১২হাজার ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত প্রার্থী স.ম ওয়াহিদুজ্জামান মিলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬২৬ ভোট। নর্বাচিত মেয়রদ্বয়কে দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন। বেসরকারিভাবে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ভিত্তিতে এ তথ্য পাওয়া গেছে। তবে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ওয়ালিউল্লাহ বলেন, নির্বাচনী কন্ট্রোল অফিসে আসা ভোটের ফলাফল যাচাই-বাছাই চলছে। সরকারীভাবে এ ফলাফল পেতে কিছুটা সময় লাগবে।
এদিকে শনিবার (৩০ জানুয়ারি)  সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নড়াইল ও কালিয়া পৌরসভায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কোনো প্রকার সহিংসতা এবং অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
নড়াইল পৌরসভায় আওয়ামীলীগের (নৌকা) আঞ্জুমান আরা, বিএনপির (ধানের শীষ) মোঃ জুলফিকার আলী ও ইসলামি আন্দোলনের (হাতপাখা) মাওঃ খায়রুজ্জামান প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
এ পৌরসভায় সাধারন কাউন্সিলর পদে ৩৯ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১জন  প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ পৌরসভায় ভোটার রয়েছে ৩৪ হাজার ৩১৩ জন।
অপরদিকে কালিয়া পৌরসভায় আওয়ামীলীগের মোঃ ওয়াহিদুজ্জামান হীরা ও বিএনপির স.ম. ওয়াহিদুজ্জামান মিলু এবং সাধারন কাউন্সিলর পদে ৩২জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯জন  প্রতিদ্বন্দ্বীতা করছেন। এখানে ভোটার রয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন।
নড়াইল জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ওয়ালিউল্লাহ বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে জেলার দু’টি পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো জাল ভোট বা কারচুপির ঘটনা ঘটেনি। তবে সকালের দিকে মোৗখিকভাবে কয়েকটি কেন্দ্রে টেবিলের ওপর ব্যালট পেপার রেখে ভোট দেওয়ার অভিযোগ পাওয়ার পর ওই সব কেন্দ্রে গিয়ে তা নিয়ন্ত্রন করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নড়াইলে গ্রাম পুলিশ হত্যার দু’আসামি গ্রেফতারঃ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

error: Content is protected !!

নড়াইল কালিয়া দু’টি পৌরসভায় আওয়ামীলীগের দুই প্রার্থীই বিজয়ী 

আপডেট টাইম : ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
নড়াইলের দুটি পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীরে প্রার্থী আঞ্জুমান আরা ১৯ হাজার ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নড়াইল পৌরসভায় এই প্রথম কোন মহিলা পৌর মেয়র নির্বাচিত হলেন। নিকটতম  প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ জুলফিকার আলী মন্ডল পেয়েছেন ৩হাজার ৮শ ৭১ভোট।
এদিকে কালিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ওয়াহিদুজ্জামান হীরা ১২হাজার ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দী বিএনপি মনোনীত প্রার্থী স.ম ওয়াহিদুজ্জামান মিলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬২৬ ভোট। নর্বাচিত মেয়রদ্বয়কে দলীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন। বেসরকারিভাবে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ভিত্তিতে এ তথ্য পাওয়া গেছে। তবে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ওয়ালিউল্লাহ বলেন, নির্বাচনী কন্ট্রোল অফিসে আসা ভোটের ফলাফল যাচাই-বাছাই চলছে। সরকারীভাবে এ ফলাফল পেতে কিছুটা সময় লাগবে।
এদিকে শনিবার (৩০ জানুয়ারি)  সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নড়াইল ও কালিয়া পৌরসভায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কোনো প্রকার সহিংসতা এবং অনিয়ম ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
নড়াইল পৌরসভায় আওয়ামীলীগের (নৌকা) আঞ্জুমান আরা, বিএনপির (ধানের শীষ) মোঃ জুলফিকার আলী ও ইসলামি আন্দোলনের (হাতপাখা) মাওঃ খায়রুজ্জামান প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
এ পৌরসভায় সাধারন কাউন্সিলর পদে ৩৯ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১১জন  প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ পৌরসভায় ভোটার রয়েছে ৩৪ হাজার ৩১৩ জন।
অপরদিকে কালিয়া পৌরসভায় আওয়ামীলীগের মোঃ ওয়াহিদুজ্জামান হীরা ও বিএনপির স.ম. ওয়াহিদুজ্জামান মিলু এবং সাধারন কাউন্সিলর পদে ৩২জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৯জন  প্রতিদ্বন্দ্বীতা করছেন। এখানে ভোটার রয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন।
নড়াইল জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ওয়ালিউল্লাহ বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে জেলার দু’টি পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো জাল ভোট বা কারচুপির ঘটনা ঘটেনি। তবে সকালের দিকে মোৗখিকভাবে কয়েকটি কেন্দ্রে টেবিলের ওপর ব্যালট পেপার রেখে ভোট দেওয়ার অভিযোগ পাওয়ার পর ওই সব কেন্দ্রে গিয়ে তা নিয়ন্ত্রন করা হয়েছে।