ঢাকা , শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নড়াইলে শিশু-কিশোরদের চারুকলা শিক্ষায় আলো ছড়াচ্ছে বেনাহাটীর রাসমোহন মিশ্র চারু ও কারু বিদ্যাপীঠ

নড়াইলে শিশু-কিশোরদের চারুকলা শিক্ষায় আলো ছড়াচ্ছে রাসমোহন মিশ্র চারু ও কারু বিদ্যাপীঠ।বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের আদর্শে উজ্জীবিত হয়ে সদর উপজেলার বেনাহাটী গ্রামে ২০০২ সালে এলাকার শিশু-কিশোরদের চারুকলা শিক্ষা দানে অবৈতনিক এ বিদ্যাপীঠটি প্রতিষ্ঠা করেন চিত্রশিল্পী বিপ্লব কুমার গোস্বামী।বর্তমানে এ বিদ্যাপীঠে প্রতি শনিবার সকাল ৯টায় প্রায় একশ’ শিশু-কিশোর চারুকলা শিক্ষা গ্রহণ করছে।

রাসমোহন মিশ্র চারু ও কারু বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী বিপ্লব কুমার গোস্বামী জানান,এখানে চারুকলা শিক্ষায় ভর্তি শিশু-কিশোরদের
রং,তুলি,কাগজসহ চিত্রাংকনের প্রয়োজনীয় সব কিছু বিনামূল্যে প্রদান করা হয়।

সুস্থ সমাজ গঠনে প্রতিটি শিশু যাতে সৃজনশীল মানষিকতায় নিজেকে বিকাশ করতে পারে সেলক্ষ্যে এ চারু ও কারু বিদ্যাপীঠটি প্রতিষ্ঠা করা হয়েছে।১৯৮৯ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত চিত্রশিল্পী এসএম সুলতানের নিজ হাতে গড় শিশুস্বর্গে চিত্রকলায় শিক্ষা গ্রহণকালে তাঁর (এসএম সুলতান) আদর্শে উজ্জীবিত হয়ে বেনাহাটী গ্রামে চারু ও কারু বিদ্যাপীঠ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করি বলে জানান বিপ্লব গোস্বামী।

শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় এ বিদ্যাপীঠে চারুকলা বিষয়ে শিশু-কিশোরদের শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধকরণে উপস্থিত হন নড়াইল এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ,পরিচালক মুন্সী আসাদ রহমান,নাজমুল হাসান লিজা,যশোর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হিরোক কুমার সরকার,মালিয়াট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নির্মল কান্তি বিশ্বাস,শিক্ষক প্রণব দাস প্রমূখ।

রাসমোহন মিশ্র চারু ও কারু বিদ্যাপীঠের শিক্ষার্থী প্রীতম বিশ্বাস ও স্বস্তিকা বিশ্বাস জানায়,বিনা বেতন ও রং তুলির কোন খরচ ছাড়াই নিজ গ্রামে আমরা চারুকলা বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারছি।গ্রামে এ ধরনের প্রতিষ্ঠান স্থাপিত হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

মাগুরাতে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথি ডাঃ শফিকুর রহমান

error: Content is protected !!

নড়াইলে শিশু-কিশোরদের চারুকলা শিক্ষায় আলো ছড়াচ্ছে বেনাহাটীর রাসমোহন মিশ্র চারু ও কারু বিদ্যাপীঠ

আপডেট টাইম : ০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধিঃ :

নড়াইলে শিশু-কিশোরদের চারুকলা শিক্ষায় আলো ছড়াচ্ছে রাসমোহন মিশ্র চারু ও কারু বিদ্যাপীঠ।বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের আদর্শে উজ্জীবিত হয়ে সদর উপজেলার বেনাহাটী গ্রামে ২০০২ সালে এলাকার শিশু-কিশোরদের চারুকলা শিক্ষা দানে অবৈতনিক এ বিদ্যাপীঠটি প্রতিষ্ঠা করেন চিত্রশিল্পী বিপ্লব কুমার গোস্বামী।বর্তমানে এ বিদ্যাপীঠে প্রতি শনিবার সকাল ৯টায় প্রায় একশ’ শিশু-কিশোর চারুকলা শিক্ষা গ্রহণ করছে।

রাসমোহন মিশ্র চারু ও কারু বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী বিপ্লব কুমার গোস্বামী জানান,এখানে চারুকলা শিক্ষায় ভর্তি শিশু-কিশোরদের
রং,তুলি,কাগজসহ চিত্রাংকনের প্রয়োজনীয় সব কিছু বিনামূল্যে প্রদান করা হয়।

সুস্থ সমাজ গঠনে প্রতিটি শিশু যাতে সৃজনশীল মানষিকতায় নিজেকে বিকাশ করতে পারে সেলক্ষ্যে এ চারু ও কারু বিদ্যাপীঠটি প্রতিষ্ঠা করা হয়েছে।১৯৮৯ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত চিত্রশিল্পী এসএম সুলতানের নিজ হাতে গড় শিশুস্বর্গে চিত্রকলায় শিক্ষা গ্রহণকালে তাঁর (এসএম সুলতান) আদর্শে উজ্জীবিত হয়ে বেনাহাটী গ্রামে চারু ও কারু বিদ্যাপীঠ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করি বলে জানান বিপ্লব গোস্বামী।

শনিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় এ বিদ্যাপীঠে চারুকলা বিষয়ে শিশু-কিশোরদের শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধকরণে উপস্থিত হন নড়াইল এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ,পরিচালক মুন্সী আসাদ রহমান,নাজমুল হাসান লিজা,যশোর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হিরোক কুমার সরকার,মালিয়াট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নির্মল কান্তি বিশ্বাস,শিক্ষক প্রণব দাস প্রমূখ।

রাসমোহন মিশ্র চারু ও কারু বিদ্যাপীঠের শিক্ষার্থী প্রীতম বিশ্বাস ও স্বস্তিকা বিশ্বাস জানায়,বিনা বেতন ও রং তুলির কোন খরচ ছাড়াই নিজ গ্রামে আমরা চারুকলা বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারছি।গ্রামে এ ধরনের প্রতিষ্ঠান স্থাপিত হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত।


প্রিন্ট