ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিামপুর ইউনিয়নে বিষাক্ত সাপে কামড়ের ৩দিন পর শনিবার শেখ রাজ্জাক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সে ঐ ইউনিয়নের আরোজখার ডাঙ্গী গ্রামের বাসিন্দা মৃত শেখ হাশেমের ছেলে। সাপের কামড়ের বর্ননা দিয়ে রাজ্জাকের ছেলে শেখ রনি(২৫) জানান ঘটনার দিন গত বুধবার(২৮সেপ্টেম্বর) সকালে সে ও তার বাবা নৌকাযোগে বাড়ির সামনের নদী পাড় হয়ে ব্যাপারী ডাঙ্গী মাঠে কাজ করতে যায়।রনি তার বাবাকে রেখে ক্ষেতের অন্যপ্রান্তে হালচাষ করতে যায়।
বেলা ১১টার দিকে তার বাবা তাকে ফোন করে সাপে কামড়ের কথা জানায়।সাপ দেখতে মাঝাড়ি আকৃতির ও গায়ে গোল গোল ছাপ রয়েছে বলে রনিকে জানায় তার বাবা। ধারনা করা হচ্ছে বিষাক্ত রাসেল ভাইপার সাপে তাকে কামড়িয়েছে।
পরে রনি নৌকা ভারা করে তারা বাবাকে বাড়িতে নিয়ে আসে এবং স্থানীয় ওঝাঁ দিয়ে ঝাড় ফুক করে।শনিবার দুপুরে তার বাবার শারিরীক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেওয়ার উদ্দ্যেশে এ্যাম্বুলেন্স ডাকে। এ্যাম্বুলেন্স এসে পৌছানোর কিছু সময় পরেই দুপুর দুইটার দিকে তার বাবার মৃত্যু হয় বলে জানায় রনি।সাপের কামড়ে কৃষকের মৃত্যুর বিষয়টি হরিরামপুর ইপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির নিশ্চিত করেছেন।
সাপে কামড়ের তিনদিন পর ঐ কৃষক মারা যাওয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.হাফিজুর রহমান বলেন‘চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ের ভ্যাকসিন রয়েছে।
গত বছর একশত ভ্যাকসিন আনা হয়েছে কিন্তু দু:খের বিষয় সাপে কামড়ালে বেশির ভাগ মানুষ ওঝাঁ দিয়ে ঝাড় ফুক করায় বলে ঘটে মৃত্যুর মতন ঘটনা।সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে আশার পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহবান জানা তিনি।রাজ্জাকের স্ত্রী, ২ছেলে ও ১ মেয়ে রয়েছে।
প্রিন্ট